ফের ডিউটিতে এসে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল এক জওয়ানের

নিউজ ডেস্ক - বিহার থেকে বাংলায় ভোটের ডিউটিতে এসে কিছুদিন আগেই কোচবিহারে এক জওয়ানের মৃত্যুর ঘটনা ঘটেছিল।এবার চতুর্থ দফার ভোটেও কার্যত দেখা গেল একই ঘটনার প্রতিচ্ছবি। ভোটের ডিউটি করতে এসে হৃদরোগে আক্রান্ত জওয়ান। দ্রুত তাঁকে নিয়ে হাসপাতালে গেলেও শেষ রক্ষা হল না। 

সূত্রের খবরে জানা যাচ্ছে, বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুরারইয়ের ২০৩ নং বুথে ডিউটি করছিলেন এএসআই মহিন্দর সিং। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন আচমকা জ্ঞান হারান তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে পিকার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

এইদিকে চতুর্থ দফায় বাংলায় ৮ আসনের ভোটে ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন। তারমধ্যে সবথেকে বেশি বাহিনী থাকছে বর্ধমান পূর্বে। ১৫২ কোম্পানি। অন্যদিকে বীরভূমে রয়েছে ১৩১ কোম্পানি। এদিকে এদিন ভোটের শুরু থেকে সবথেকে অশান্তির ছবি দেখা যায় বীরভূমে। তবে বহরমপুর থেকে কৃষ্ণনগর, সব জায়গা থেকেই এদিন বিক্ষিপ্তভাবে অশান্তির ছবি এসেছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন