বিহারে গিয়ে কংগ্রেস ও আরজেডি-কে নিশানা করেন মোদী। তিনি বলেন, "বিহার হল রাজেন্দ্র প্রসাদের মাটি। আর সেই বিহারকেই কংগ্রেস জুলুমবাজির জায়গা করে তুলেছে।" সনাতন-বিরোধী মানসিকতা বলেও ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেন তিনি। বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতি, তোষণের অভিযোগ তোলেন তিনি। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন," কংগ্রেস সংবিধানটাই বদলে দিতে চায়। এসসি, এসটি, ওবিসি-দের থেকে সংরক্ষণ ছিনিয়ে নিতে চায়।"
কংগ্রেস আমলে যে ভাঙন তৈরি হয়, তা মেরামত করতেই ১০ বছর কেটে গিয়েছে বলে মন্তব্য করেন মোদী। শৌচাগার সহ উন্নয়নের একাধিক খতিয়ান এদিন তুলে ধরেন তিনি। মোদীর বক্তব্য, আবারও ক্ষমতায় এলে উন্নয়ন আরও ত্বরাণ্বিত হবে। বিহারের ইস্ট চম্পারণে গিয়ে মোদী রাম মন্দির প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি দাবি করেন, যাঁরা রাম মন্দিরের আমন্ত্রণে সাড়া দেয়নি, তাঁদের দুর্নীতিবাজদের সঙ্গে একসঙ্গে বসে খেতে কোনও অসুবিধা হয় না।