বিহারে প্রধানমন্ত্রীর সভায় অসংখ্য মানুষের ভিড় দেখা দিল

নিউজ ডেস্ক -মঙ্গলবার বিহারের মহারাজগঞ্জে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন "আমার কোনও উত্তরাধিকারী নেই। দেশের মানুষই আমার উত্তরাধিকারী।" মঙ্গলবার বিহারের মহারাজগঞ্জে গিয়ে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, দলে দলে লোক ছুটে যাচ্ছেন সভাস্থলের দিকে। ওই সভা থেকে ইন্ডিয়া জোটকে একহাত নেন মোদী।

বিহারে গিয়ে কংগ্রেস ও আরজেডি-কে নিশানা করেন মোদী। তিনি বলেন, "বিহার হল রাজেন্দ্র প্রসাদের মাটি। আর সেই বিহারকেই কংগ্রেস জুলুমবাজির জায়গা করে তুলেছে।" সনাতন-বিরোধী মানসিকতা বলেও ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেন তিনি। বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতি, তোষণের অভিযোগ তোলেন তিনি। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন," কংগ্রেস সংবিধানটাই বদলে দিতে চায়। এসসি, এসটি, ওবিসি-দের থেকে সংরক্ষণ ছিনিয়ে নিতে চায়।"

কংগ্রেস আমলে যে ভাঙন তৈরি হয়, তা মেরামত করতেই ১০ বছর কেটে গিয়েছে বলে মন্তব্য করেন মোদী। শৌচাগার সহ উন্নয়নের একাধিক খতিয়ান এদিন তুলে ধরেন তিনি। মোদীর বক্তব্য, আবারও ক্ষমতায় এলে উন্নয়ন আরও ত্বরাণ্বিত হবে। বিহারের ইস্ট চম্পারণে গিয়ে মোদী রাম মন্দির প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি দাবি করেন, যাঁরা রাম মন্দিরের আমন্ত্রণে সাড়া দেয়নি, তাঁদের দুর্নীতিবাজদের সঙ্গে একসঙ্গে বসে খেতে কোনও অসুবিধা হয় না।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন