নিউজ ডেস্ক : মেধার তালিকার শীর্ষে আবারো হুগলি। জীবনের ২য় বড়ো পরীক্ষা অর্থাৎ উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম স্থানাধিকারী হুগলির চুঁচুড়ার স্নেহা ঘোষ ৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩ ৷ তবে, স্নেহা একা নয় ৷ তাঁর যমজ বোনও রয়েছে ৷ তার নাম সোহা ঘোষ ৷ দুই বোন মাত্র এক মিনিটের ছোট-বড় ৷ সোহাও উচ্চমাধ্যমিকের প্রকাশিত ফলের মেধাতালিকায় স্থান অর্জন করেছে ৷ ৪৮৭ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছেন সোহা ৷
দুই বোনই ছোট থেকে পড়াশোনায় ভালো ৷ তবে, হুগলি জেলার চুঁচুড়ার গড় বাটির ষষ্টি তলার বাসিন্দা দুই মেয়ের উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস পরিবারে ৷ স্নেহা ও সোহার বাবা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন ৷ গুজরাতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি ৷ বিশেষত, এক মিনিটের বড় স্নেহা মেয়েদের মধ্যে রাজ্যে যুগ্মভাবে প্রথম হওয়ায় খুশি সকলে ৷ স্নেহা জানিয়েছেন, "ভবিষ্যতে সে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চান "৷