মেধা তালিকার শীর্ষে আবারো হুগলি! উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম স্থানাধিকারী স্নেহা ঘোষ, দশম স্থানাধিকারী তার যমজ বোন সোহা ঘোষ

নিউজ ডেস্ক : মেধার তালিকার শীর্ষে আবারো হুগলি। জীবনের ২য় বড়ো পরীক্ষা অর্থাৎ উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম স্থানাধিকারী হুগলির চুঁচুড়ার স্নেহা ঘোষ ৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩ ৷ তবে, স্নেহা একা নয় ৷ তাঁর যমজ বোনও রয়েছে ৷ তার নাম সোহা ঘোষ ৷ দুই বোন মাত্র এক মিনিটের ছোট-বড় ৷ সোহাও উচ্চমাধ্যমিকের প্রকাশিত ফলের মেধাতালিকায় স্থান অর্জন করেছে ৷ ৪৮৭ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছেন সোহা ৷

দুই বোনই ছোট থেকে পড়াশোনায় ভালো ৷ তবে, হুগলি জেলার চুঁচুড়ার গড় বাটির ষষ্টি তলার বাসিন্দা দুই মেয়ের উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস পরিবারে ৷ স্নেহা ও সোহার বাবা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন ৷ গুজরাতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি ৷ বিশেষত, এক মিনিটের বড় স্নেহা মেয়েদের মধ্যে রাজ্যে যুগ্মভাবে প্রথম হওয়ায় খুশি সকলে ৷ স্নেহা জানিয়েছেন, "ভবিষ্যতে সে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চান "৷

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন