ঘূর্ণিঝড় " রেমাল" এর আশাঙ্কার জেরে ২১ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতার বিমান পরিষেবা

নিউজ ডেস্ক - ঘূর্ণিঝড়ের প্রভাবের আশঙ্কায় হাওড়া-শিয়ালদহ থেকে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। ফেরি সার্ভিস নিয়েও সাবধানতা নেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টির সময়ে কোনওরকম ঝুঁকির সম্ভাবনা এড়িয়ে চলার চেষ্টা চলছে সব তরফে। জলপথ , রেলপথের সাথে সাথে আকাশপথেও বাড়তি সতর্কতা। ঝড়ের কারণে কলকাতার আকাশপথে বিমান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, রবিবার দুপুর ১২টা থেকে আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত শহরের আকাশপথে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে মোট ২১ ঘণ্টা অপারেশন বন্ধ রাখা হবে কলকতা বিমানবন্দরে।

ঘূর্ণিঝড় রেমালের বেশ বড়সড় প্রভাব পড়তে পারে শহর কলকাতায়। মহানগরে ঝড়ের তীব্রতা থাকতে পারে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার পর্যন্ত। হাওয়া অফিস থেকে ইতিমধ্যেই রবিবার কলকাতা শহরে ঝড়-বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সংলগ্ন জেলাগুলি যেমন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ থেকে ইতিমধ্য়েই ঘূর্ণিঝড় রেমালের জন্ম হয়েছে এবং তা ক্রমেই বাংলা ও বাংলাদেশের উপকূলের দিকে উত্তরমুখী হয়ে এগিয়ে আসছে।

 প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণ করা হবে কলকাতার আকাশপথে বিমান চলাচল। ঝড়-বৃষ্টির ওই ২১ ঘণ্টার নির্দিষ্ট সময়ে কলকাতা বিমানবন্দর থেকে কোনও বিমান ওঠানামা করবে নমা বলেই বিমানবন্দর সূত্র মারফত জানা যাচ্ছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন