নিউজ ডেস্ক - চতুর্থ দফার ভোটে বিভিন্ন স্থান থেকে উঠে আসছে অশান্তির খবর। এর মধ্যে সব থেকে বেশি উত্তেজনার খবর এসে পৌঁছেছে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে। এরই মধ্যে আসানসোলের প্যারেড ক্লাব এলাকার একটি বুথে তুমুল উত্তেজনা ছড়াল। অভিযোগ উঠছে, মৃত ব্যক্তির নামে ভোট দেওয়া হচ্ছে।
একদিকে, এই ঘটনায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল বচসা তৈরি হয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী আসে। দু’পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। এ দিকে, ভুয়ো ভোটারকে ঘিরে ধরে সাংবাদিকরা প্রশ্ন করতেই তিনি আবার নিজেকে অটো ড্রাইভার বলেন।
অপরদিকে, আজ বর্ধমানের কাঞ্চনপুর এলাকায় বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে যে পাঁচটায় পরে বিজেপির লোকদের খুন করা হবে। বর্ধমান দক্ষিণ এর বিধায়ক খোকন দাস ও তাঁর লোকজনের বিরুদ্ধে এই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও।
Tags
আসানসোল