পাট ক্ষেতের মধ্যে এই আধ পচা দেহ পড়ে থাকার বিষয়টি প্রথম নজরে আসে গ্রামের সাধারণ মানুষজনেরই। আজ সকালে রাস্তার ধার দিয়ে যাঁরা চলাচল করছিলেন, তাঁদের নাকে পচা দুর্গন্ধ আসছিল। এরপর সেই দুর্গন্ধের উৎস খুঁজতে শুরু করতেই পাট ক্ষেতের মধ্যে দেখা যায় এই ভয়ঙ্কর কাণ্ড। অজ্ঞাত পরিচয় ওই যুবকের মাথার দিকে রক্তের চিহ্নও পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এদিকে দেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা খবর দেন থানায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বালুরঘাট থানার পুলিশ। দেহটি পাট ক্ষেত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, সেটি এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে এ বিষয়ে দিশা মিলতে পারে। এদিকে পুলিশ ইতিমধ্য়েই গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে এবং মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবকের মৃত্যু খুব বেশিদিন আগে নাও ঘটতে পারে। গতকাল বা গত পরশু সকালের দিকে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। অত্যাধিক গরমের কারণেই শরীরে পচন ধরে থাকতে পারে বলে অনুমান তাঁদের।