ব্রেক লার্নিং মেথডেই এসেছে সাফল্য, মাধ্যমিকে প্রথম হয়ে জানালো কোচবিহারের চন্দ্রচূড়

 নিউজ ডেস্ক: ৮০ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের ছাত্র চন্দ্রচূড় সেন। চন্দ্রচূড় পেয়েছে ৯৯% নম্বর।


কোচবিহারের রাম খেলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড়ের  মোট প্রাপ্ত নম্বর ৬৯৩। অংক জীবন বিজ্ঞান ও ভূগোল তিনটি বিষয়ে একশোর মধ্যে ১০০ নম্বর পেয়েছে চন্দ্রচূড় বাকি দুটি বিষয়ে নিরানব্বই এবং আরও দুটি বিষয়ে যথাক্রমে ৯৭ ও ৯৮ নম্বর পেয়েছে। 

মাধ্যমিকে গোটা রাজ্যের মধ্যে প্রথম স্থান পেয়ে চন্দ্রচূড় সেন ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সেই উদ্দেশ্যে পড়াশোনা শুরু হয়ে গেছে তার এমনটাই সংবাদমাধ্যমের সামনে জানিয়েছে চন্দ্রচূড়।

মূলত ব্রেক লার্নিং মেথডে পড়াশোনা করে এবং একাধিক মকটেস্ট দিয়েই চন্দ্রচূড়ের এই সাফল্য এসেছে বলে জানাচ্ছে চন্দ্রচূড় নিজেই।  চন্দ্রচূড়ের কথায়, ‘‘বাঁধাধরা সময় ছিল না পড়াশোনার। যখন ভাল লাগত তখন পড়তাম।’’ ভবিষ্যতে নিট ইউজি-তে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে চন্দ্রচূড়। তার কথায়, ‘‘আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। আমার মা-বাবাও চান আমি চিকিৎসক হই। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোব।’’

 মেধাবী হওয়ার পাশাপাশি চন্দ্রচূড় একজন সুবক্তাও। তার কথা বলার ধরন চিন্তাভাবনা এবং শব্দচয়ন রীতিমতো অবাক করেছে সকলকেই। তার সাফল্যের ব্যাখ্যা জানতে চাওয়ায় সে বলে, “অধ্যাবশায়ের মধ্যে দিয়ে নিজের লক্ষ্যকে আত্মস্থ করা। সেভাবেই নিজেকে প্রস্তুত করা।”  সে আরও বলে,"  “রেজাল্ট, যেটাকে আমরা বলি একটা মূল্যায়নের পর প্রাপ্ত নম্বর, সেটা এক জন ছাত্রের পক্ষে একাকী সম্ভব হয় না। বাবা-মা, আত্মীয় পরিজন, স্কুলের শিক্ষক, গৃহশিক্ষক সকলের সম্মিলিত নিরলস অধ্যাবশায়, প্রচেষ্টা, সবকিছুই একটা ফলাফল হিসাবে ধরব এই সাফল্যকে। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়। আরও অনেক পথ চলা বাকি। তার জন্য নিজেকে প্রস্তুত করাই আমার অভিষ্ট।”


পড়াশোনা ছাড়াও গানবাজনা, সাহিত্য চর্চা নিয়ে আগ্রহী চন্দ্রচূড়। আগামী প্রজন্মের জন্য  চন্দ্রচূড়ের পরামর্শ, “কনসেপ্ট গ্রো করতে হবে। কেবল মুখস্থ করলে চলবে না। আমাদের ক্ষেত্রে প্রশ্নপত্র দেখলেই বোঝা যাবে, অনেক কিছুই কনসেপ্ট বেসড ছিল। পাঠ্যপুস্তক খুটিয়ে পড়তে হবে। সঙ্গে সহায়িকা বইও রাখতে হবে। লিখে লিখে অভ্যাস করাকে গুরুত্ব দিতে হবে। কৌতুহল তোমাকে শেখাবে, যে কী করে জিনিস জানতে হয়। সুতরাং জ্ঞানপিপাসাটাকে বাড়াতে হবে।”

। 

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন