পড়াশোনার পাশাপাশি গান গাওয়া তার অন্যতম শখ, বেশীক্ষন বই নিয়ে বসে থাকলে বাবা বারণ করতেন, তারপরেও মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার হুগলির তপজ্যোতির

 হুগলি:  স্কুলে কখনও প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। ক্লাস ওয়ান থেকে  ক্লাস টেন পর্যন্ত  সর্বদাই ক্লাসে প্রথম স্থান অর্জন করে এসেছে হুগলির তপজ্যোতি মন্ডল।  আর এবার জীবনের প্রথম  বোর্ড পরীক্ষা মাধ্যমিকেও  চুড়ান্ত সাফল্য অর্জন করলো হুগলির এই মেধাবী ছাত্র । ৯৮.৫৭ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে চতুর্থ স্থান অর্জন করেছে হুগলির আরামবাগ কামারপুকুরের তপজ্যোতি মন্ডল। 


কামারপুকুর  রামকৃষ্ণ মিশনের ছাত্র তপজ্যোতির  মাধ্যমিকে মোট প্রাপ্ত নম্বর ৬৯০। ক্লাস ওয়ান থেকেই কামারপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র । বাবা সব্যসাচী মন্ডল তাতারপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক। মা অদিতি মন্ডল তিনি গৃহিণী। মা-বাবার কাছেই দিনের বেশিরভাগ সময় পড়াশোনা করতেন তপজ্যোতি। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে তার। 

পড়াশোনার  সঙ্গে সঙ্গে গান-বাজনা ও কবিতা লেখার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তপজ্যোতির । সারাদিনে বই পত্র নিয়ে বেশিক্ষণ বসে থাকলে বাবা সব্যসাচী তিনি বারন করতেন ছেলেকে।  ক্লাস ওয়ান থেকেই পড়াশোনার পাশাপাশি গান তার অন্যতম শখ ও‌ ভালোবাসা।


এই প্রসঙ্গে তপজ্যোতির বাবা সব্যসাচী বলেন, ছেলের রেজাল্ট কেমন হবে তার নিয়ে কিছুটা আশাবাদী ছিল তাদের পরিবার। প্রথম দশে থাকবে আশা করেছিলেন,  সেখানে চতুর্থ স্থান অর্জন করেছে ছেলে। এই ফলাফলে তারা যথেষ্টই খুশি এমনটাই জানাচ্ছেন তপজ্যোতির বাবা।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন