বিজেপি মহিলা খুনের ঘটনাটি দাবানলের আগুন এর মত ছড়িয়ে পড়ছে! জ্বলছে নন্দীগ্রাম! এবার 'আক্রান্ত' তৃণমূল


নিউজ ডেস্ক : আবারো খবরের শিরোনামে উত্তপ্ত নন্দীগ্রাম। ভিটুরিয়ায় তৃণমূল কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাচক্রে কাঠগড়ায় কিন্তু বিজেপি। কিন্তু ঘটনাটিকে এড়িয়ে যাচ্ছে বিজেপি। মূলত এক বিজেপি মহিলা কর্মীর খুনের ঘটনায় বৃহস্পতিবার ভোর রাত থেকে উত্তপ্ত নন্দীগ্রাম। রাত ১১টা নাগাদ নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ভিটুরিয়া গ্রামের তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় এক দল দুষ্কৃতী। রাস্তার পাশে টি চায়ের দোকানে বসে ছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “পুলিশ রাস্তায় ঘোরাফেরা করছে। কিন্তু গ্রামের গলিতে চলছে হামলা। প্রশাসনকে এ বিষয়ে কড়া পদক্ষেপ করতে হবে। ” লোহার রড , হাসবা নিয়ে হামলা চালায় এমনটাই অভিযোগ উঠেছে। আহতদের রেয়াপাড়া হসপিটালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে রীতিমতো দাবানলের আগুন এর মত ছড়িয়ে পড়ছে। ভোটের আগেই উত্তপ্ত নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় রাস্তার উপর গাছ ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভ সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ কর্মীরা। পরিস্থিতিকে আয়ত্তে আনতে পুলিশকর্মীদের লাঠিচার্য করতে হয়। এমনই উত্তপ্ত পরিস্থিতিতে ঘটনাস্থলে যান তৃণমূলের প্রতিনিধি দল পার্থভমিক, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো সামনের সারির মন্ত্রিত্ববৃন্দ। গ্রামে ঢোকার আগেই বিক্ষোপের মুখে পড়েন। শুনতে হয় গো ব্যাক স্লোগান। বিকেলের দিকে থানায় ঢুকে রীতিমতো আইসি কে ধুমকি দেওয়ার অভিযোগে ওঠে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন