ভোটের জন্য মিলবে না দীঘায় কোন হোটেল! চিন্তার ভাঁজ পর্যটকদের কপালে

নিউজ ডেস্ক : ২০২৪ এর লোকসভা নির্বাচন হচ্ছে এবার সাত দফায়। ইতিমধ্যেই পঞ্চম দফার পর ষষ্ঠ দফায় নির্বাচন হবে আগামী ২৫ শে। শনিবার পূর্ব মেদিনীপুরের অন্তর্গত কাঁথি তমলুক লোকসভা আসনের নির্বাচন আর সেই কারণেই ২৩ থেকে ২৫শে মে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাতে বুকিং নেবে না কোন হোটেল। প্রশাসনের তরফ থেকে ২৩ তারিখ সমস্ত হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৬ তারিখ থেকে আবার বাঙালি প্রিয় জায়গা দিঘাতে ভ্রমণ করতে পারবে। এই বিষয়ে কাথির মহকুমা শাসক এবং দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক শোভন ভট্টাচার্য বলেন," ২৩ থেকে ২৫শে মে দীঘায় হোটেল বুকিং বাতিলের বিষয়ে প্রশাসনের  কোন ভূমিকা নেই। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই নির্বাচনের সময় বহিরাগত লোকজন হোটেলের না রাখার জন্য বলা হয়েছে। " দীঘা শংকরপুর হোটেলস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বলেন ,"নির্বাচন কমিশনের নির্দেশের কথা বেড়াতে এসে কোন সমস্যার সম্মুখীন যাতে না হয় পর্যটকরা সেজন্যই ২৩ থেকে ২৫শে মে পর্যন্ত বুকিং না নেওয়ার জন্য হোটেল মালিকদের বলা হয়েছে।"

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন