"দরজার পাশে দাঁড়িয়ে বেঙ্গল পুলিশ ভোট করাচ্ছে! কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে.... " একরাশ ক্ষোভ উগড়ে দিলেন অগ্নিমিত্র পাল

নিউজ ডেস্ক : ঘাটাল লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফায় ভোট আজ। ইতিমধ্যে জ্বলছে কেশপুর। একের পর এক বিক্ষোভ সৃষ্টি হচ্ছে। আর সেই সময়ই বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়।ঠিক তখনই বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালকে দেখা গেল 'রনং দেহি' মূর্তিতে। আঙুল তুলে পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর দিকে  প্রশ্ন তোলেন। একরাশ খুব উপড়ে দিয়ে বলেন ," রাজ্য পুলিশকে কেন ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন? "ঘটনাটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কান্দাবারী আংশিক বুনিয়াদী বিদ্যালয় এর ঘটনা। সকাল থেকেই অগ্নিমিত্রা পাল এর কাছে বিভিন্ন রকম বিক্ষিপ্ত অভিযোগ আসছিল। কখনো বুথে বিজেপির পোলিং এজেন্টকে ভয় দেখিয়ে উঠিয়ে দেওয়া হচ্ছে। আবার কখনো তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর এই সবই অভিযোগ উঠছে তৃণমূলের দিকে। এরপরই তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান। কথা বলেন প্রিসাইডিং অফিসারের সাথে। একই সাথে আশ্বস্ত করেন পোলিং এজেন্ট কে।জল ও খাবার দিয়ে আসেন এবং বলেন ,"কোন চিন্তা করিস না আমি এখানেই আছি.. " এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ,"দরজার পাশে দেখি বেঙ্গল পুলিশ ভোট করাচ্ছে। আর কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। প্রিসাইডিং অফিসার দেখছেন আর আমার পুলিং এজেন্টকে বের করে তৃণমূল উঠিয়ে নিয়ে যাচ্ছে এখন তাকে আবার ভিতরে বসিয়ে দিয়ে এলাম। ও ভয় কাঁদছে।"

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন