নিউজ ডেস্ক : ভোট মরশুমে চারদিক থেকে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর।ভোটের আগে পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক কিশোরের! গুরুতর জখম দুজন। চিকিৎসা চলছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভা রয়েছে পান্ডুয়ায়। সেই সভাস্থল থেকে কিছুটা দুরত্বে ঘটল ভয়াবহ ঘটনা ! পান্ডুয়ার তিন্না নেতাজী পল্লি কলোনীতে খাদের পারে এই ঘটনা। মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস। আহত দুই জন রুপম বল্লভ ও সৌরভ চৌধুরী। প্রত্যেকেরই বয়স ১১ থেকে ১৩ এর মধ্যে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ পান্ডুয়ার তিন্না এলাকার একটি পুকুরপাড় থেকে হঠাৎই প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি পুকুর পাড়ে ছুটে এলে তারা দেখতে পান তিনটি বাচ্চা গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। তিনজনের মধ্যে দুই জন নরাচরা করছে।একজন কিশোর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে পুকুরপাড়ে। জখম তিন কিশোরকে তড়িঘড়ি পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ইতিমধ্যে একজনের মৃত্যু হয়। দুজনকে আশঙ্কা জনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় এক বাসিন্দা সুকান্ত মিস্ত্রি বলেন, “প্রতিদিনের মতন তিনি স্নান করতে যাচ্ছিলেন সেই সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান। তড়িঘড়ি পুকুর পাড়ে গিয়ে দেখেন জখম অবস্থায় পড়ে রয়েছে তিন কিশোর। কিভাবে ঘটনাস্থলে বোমা এলো ! কারাই বা সেখানে বোমা রেখে গিয়ে ছিল ! এই বিষয়ে কারুর কিছু জানা নেই ! বাচ্চারা প্রতিদিনের মতন খেলা করতে ওই জায়গায় এসেছিল। সেখানেই প্রচন্ড বিস্ফোরণে প্রাণ যায় একজনের গুরুতর যখম আরো দুইজন”।
গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নামে। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীন পুলিশ। এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়ে। ভোটের আগেই এই ধরনের বিস্ফোরণ।প্রাণহানির ঘটনায় ওয়াকিবহল প্রশ্ন! কে বা কারা কি উদ্দেশ্যে বোমা রাখল তা খতিয়ে বের করুক পুলিশ।নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গার নাকা তল্লাশি চলছে।তারপরও কি করে বোমা বিস্ফোরন হয় তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত একজন হাইপ্রোফাইল রাজনীতিবিদের সভার অকুস্থলে এই ঘটনা, নিরাপত্তার ফাঁকটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছন," বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।আরও কিছু বিস্ফোরক থেকে থাকলে তার খোঁজ তা দেখতে।আপাতত দূর্ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে"।