"মুসলিমদের ১০০ বেশি হিন্দুদের ৬১.. আমরা দ্রুত!.." কি বললেন জাতীয় ওবিসি কমিশনের চেয়ারম্যান হংসরাজ গঙ্গারাম আহির

 

নিউজ ডেস্ক : লোকসভা নির্বাচন চলাকালীন ওবিসি সার্টিফিকেট বাতিল করা নিয়ে জল্পনার জল বহুদূর গড়িয়েছে। ২০১০ সালের পরে তৈরি হওয়ার পরে  সমস্ত ওবিসি তালিকা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। বাতিল হয়ে গিয়েছে ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট। তা নিয়ে জোর চাপানউতোর চলছে নাগরিক মহলে। বিতর্ক দানা বেঁধেছে রাজনীতির আঙিনাতেও। এর মধ্যেই বিস্ফোরক দাবি করলেন জাতীয় ওবিসি কমিশনের চেয়ারম্যান হংসরাজ গঙ্গারাম আহির। তার দাবি ,"পশ্চিমবঙ্গে এক বছরে অনেক ওবিসি জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল যার নিয়ম বিরুদ্ধে তিনি বারংবার দাবি করছেন রিপোর্ট চাওয়া হলেও পাওয়া যাচ্ছে না। " তিনি মন্তব্য করেছেন ," ১০০এর বেশি মুসলিম জাতি ৬১ টা হিন্দু জাতি এখানে অভিষিক তালিকায় এখানকার কালচারাল রিসার্চ ইনস্টিটিউট একদম খারাপ সার্ভে করে কতবার রিপোর্ট চেয়েছি দেয় না।"

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন