নিউজ ডেস্ক : লোকসভা নির্বাচন চলাকালীন ওবিসি সার্টিফিকেট বাতিল করা নিয়ে জল্পনার জল বহুদূর গড়িয়েছে। ২০১০ সালের পরে তৈরি হওয়ার পরে সমস্ত ওবিসি তালিকা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। বাতিল হয়ে গিয়েছে ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট। তা নিয়ে জোর চাপানউতোর চলছে নাগরিক মহলে। বিতর্ক দানা বেঁধেছে রাজনীতির আঙিনাতেও। এর মধ্যেই বিস্ফোরক দাবি করলেন জাতীয় ওবিসি কমিশনের চেয়ারম্যান হংসরাজ গঙ্গারাম আহির। তার দাবি ,"পশ্চিমবঙ্গে এক বছরে অনেক ওবিসি জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল যার নিয়ম বিরুদ্ধে তিনি বারংবার দাবি করছেন রিপোর্ট চাওয়া হলেও পাওয়া যাচ্ছে না। " তিনি মন্তব্য করেছেন ," ১০০এর বেশি মুসলিম জাতি ৬১ টা হিন্দু জাতি এখানে অভিষিক তালিকায় এখানকার কালচারাল রিসার্চ ইনস্টিটিউট একদম খারাপ সার্ভে করে কতবার রিপোর্ট চেয়েছি দেয় না।"