নিজস্ব সংবাদদাতা: ফের সাপের কামড়ে মৃত্যু। ঘটনাটি ঘটেছে চন্ডীতলা থানার অন্তর্গত জঙ্গলপাড়া ডিপা রুইদাস পাড়া গ্রামে। মূলত মহিলাটির ভোর ৪টে নাগাদ সাপের কামড়ে মৃত্যু হয়। তার বয়স হয়ে ছিলো ৪৯। অঞ্জলি রুইদাস ঘুমিয়ে ছিলেন। হঠাৎই ভোর ৪টে নাগাদ তাকে সাপে কামড় দিয়েছে এমনটাই তিনি উপলব্ধি করেন। বুঝতে পেরে সঙ্গে সঙ্গে উঠে স্বামীকে ডাকেন , তৎক্ষণাৎই অঞ্জলি কে নিয়ে আইয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই ডাক্তাররা পরীক্ষা করে দেখেন তিনি মারা গেছেন। চন্ডীতলা থানার সূত্রে জানা গেছে, "অঞ্জলীর বডিকে পোস্টমর্টেমএ পাঠানো হয়েছে"। অঞ্জলি রুইদাসের দুটি ছেলে রয়েছে। মৃত অঞ্জলীর স্বামী শান্ত রুইদাস জানালেন ,"তার দুটি ছেলে রয়েছে অত্যান্ত মর্মান্তিক এ ঘটনা মেনে নিতে পারছেন না"।