গরমের তীব্রতা প্রচুর ,বারান্দায় রাখা ওয়াশিং মেশিনটি পুড়ে ছাই হয়ে গেল

নিউজ ডেস্ক - উত্তর ও মধ্য ভারতে গরমের তীব্রতা বুঝিয়ে দিল গাজিয়াবাদের রাজ নগর এক্সটেনশনের অফিসার সিটি ২ সোসাইটির এক ঘটনা। বারান্দায় রাখা ছিল ওয়াশিং মেশিন। বুধবার সকালে তীব্র গরমে সেই মেশিনটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবাসিক এলাকায় হইচই পড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। তবে, ওই বাড়ির লোকজন দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি। সৌভাগ্যক্রমে, এই ঘটনায় কেউ হতাহত হননি।

ঘটনার দুটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বহুতল ভবনের একটি ফ্ল্যাটের বারান্দা থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। বারান্দা থেকে আগুনের শিখাও চোখে পড়ে। নিরাপত্তাজনিত কারণে, ভবনটির সবকটি ফ্ল্যাটের বাসিন্দাদেরই বের করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় ভিডিয়োটিতে দেথা যাচ্ছে, ফোম ও বালতি করে জল দিয়ে এগুন নেভানোর কাজ করছেন ওই আবাসিক সোশাইটির কর্মীরা। তবে, তার আগেই ওয়াশিং মেশিনটি পরো পুড়ে যায়। ভিডিয়োতে সেটির যা অবস্থা দেখা গিয়েছে, তাতে সেটিকে ওয়াশিং মেশিন বলে চেনার উপায় নেই। তবে, শুধুমাত্র রোদের মধ্যে চালানোয় অতিরিক্ত তাপে সেটিতে আগুন ধরেছিল নাকি, শর্ট সার্কিট হয়েছিল, তা স্পষ্ট নয়।

তবে এই ঘটনায়, তীব্র দাবদাহের মধ্যে ইলেক্ট্রিকাল যন্ত্রপাতি চালানোর ঝুঁকি এবং সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ইলেক্ট্রিকাল যন্ত্রপাতি ব্যবহার করার বিষয়ে বিশেষ সতর্কতা নিতে বলেছে। বিশেষ করে ইলেকট্রিকাল যন্ত্রপাতিগুলি সরাসরি রোদে নীচে বা তাপমাত্রা যেখানে বেশি, এমন কোনও জায়গায় রাখতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার দিল্লির অন্তত তিনটি আবহাওয়া অফিস ঐতিহাসিকভাবে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। দিল্লির মুঙ্গেশপুর এবং নারেলায় তাপমাত্রা ছিল ৪৯.৯। নজফগড়ে তাপমাত্রা ছিল ৪৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ মে থেকে এই তাপপ্রবাহ অবস্থা থেকে মুক্তি পাবে ভারত।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন