নিউজ ডেস্ক - একদিকে গ্রীষ্মের দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ। কিন্তু অপরদিকে উত্তরবঙ্গের মতো লোকসভা ভোটের হাওয়ায় এখনও ততটা তপ্ত হয়নি। ফলে যে রাজনৈতিক উত্তাপ যে কিছু কম রয়েছে এমন নয়। বৃহস্পতিবার খোদ কলকাতা শহরে এক কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোরে নমাজের পড়ে ফেরার পথে তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। নারকেলডাঙা এলাকায় রাস্তার উপরেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে ইমামুদ্দিন নামের ওই ব্যক্তিকে। মৃতের পরিবারের অভিযোগ মহম্মদ আশরফ ওরফে চুন্নুই চালিয়েছে এই হামলা। অতীতেও ইমামুদ্দিনকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাঁর পরিবারের। চুন্নুর সঙ্গে সম্প্রতি বিবাদেও জড়িয়েছিলেন ইমামুদ্দিন। ঘটনা নিয়ে ক্ষুদ্ধ কংগ্রেস ইতিমধ্যেই নালিশ জানিয়েছে নির্বাচন কমিশনে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Tags
Crime