মঙ্গলবার কল্যাণীতে সভা ছিল মমতার। সেখানে মঞ্চে উঠে তিনি বলেন, "টিভি খুললে ওঁর ছবি, ইউটিউবে ওঁর ছবি, এমনকী ঘুমের মধ্যেও ছবি তুলছে। আবার বিজ্ঞাপনে আমার নাম বলছে। আমার নামটা কেন এত পছন্দ হল জানি না, সারাক্ষণ তো আমাকে গালাগাল দেয়।" মমতার দাবি, বিজেপির একটি বিজ্ঞাপনে তাঁর নাম ব্যবহার করা হচ্ছে। যেখানে মমতা নামে এক মেয়ে তাঁর মাকে বলছে- ‘চল বিজেপিকে ভোট দিয়ে আসি, মোদী আমাদের জল দিয়েছে।"
শুধু কল্যাণীতেই নয়, শ্রীরামপুরে গিয়েও একই প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন, "আমার নামের একটি মেয়েকে বিজ্ঞাপনে রেখেছে। যদিও আমরা নামে অনেকেই থাকতে পারে।" মমতা এও বলেন, "আমরা নামটা আমার নিজেরই পছন্দ নয়।"
একই সঙ্গে মমতার দাবি, বিজ্ঞাপনে যে জল দেওয়ার কথা বলা হচ্ছে, তা মোদী দেয়নি, দিয়েছে রাজ্য সরকার। মোদীর গ্যারান্টি হিসেবে যা বলা হচ্ছে, তা আসলে মিথ্যা বলে দাবি করেছেন মমতা।