মালদহে না নিয়ে গিয়ে গুরুদেব সহ গুরুমাকে ওষুধ খাইয়ে সংজ্ঞাহীন করে টাকা,গহনা ও মোবাইল নিয়ে চম্পট দিল শিষ্যা

নিউজ ডেস্ক - গুরুদেব, গুরুমাকে সঙ্গে নিয়ে মালদহে যাওয়ার কথা ছিল শিষ্যা। তাই আগাম তাঁদের বাড়িতে চলে এসেছিল শিষ্যা। কিন্তু, কে জানত মালদহ তো যাওয়া হবেই না উল্টে বাড়িতে ঘটে যাবে বড় ঘটনা। অভিযোগ, গুরুদেব সহ গুরুমাকে ওষুধ খাইয়ে সংজ্ঞাহীন করে টাকা,গহনা ও মোবাইল নিয়ে চম্পট দিল শিষ্যা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল গোটা ঘটনা। তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই শিষ্যার কোনও খোঁজ মেলেনি। চাঞ্চল্যকর ঘটনা পূর্বস্থলীর কালেকতলা এলাকার বরগাছিতে। বৃদ্ধ দম্পতির নাম সুভাষ দেবনাথ ও মায়ারানী দেবনাথ। এলাকায় তাঁদের প্রচুর শিষ্য-শিষ্যা রয়েছে বলে জানা যাচ্ছে। তাঁদের দীক্ষা দিয়েছেন। 

বর্তমানে অচৈতন্য অবস্থায় বৃদ্ধ দম্পতি ভর্তি কালনা হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা। অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বৃদ্ধ দম্পতির ছেলে মিলন দেবনাথ তার দোকানের একটি সিসিটিভি ক্যামেরায় শনিবার রাত ২.৩৪ নাগাদ ওই মহিলাকে বাড়ি থেকে বের হতে দেখলেও তিনি তাঁর নাম পরিচয় জানেন না। গোটা ঘটনায় হতবাক তিনিও। 

মিলনবাবু বলছেন যে, শুক্রবার বাবার কাছে এক পূর্ব পরিচিত শিষ্যা এসেছিল। সারাদিন বাড়িতে থাকা-খাওয়া করে শনিবার বাবা-মাকে নিয়ে মালদা যাবার কথা ছিল। শনিবার ভোর তিনটে বেজে গেলেও তার বাবা-মা উঠছে না দেখে মেজ দাদা তাঁদের ডাকতে গিয়ে দেখে তাঁরা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। বাবার মোবাইলও নেই। আলমারির লকারও খোলা। এ দৃশ্য দেখেই তাঁরা বুঝে যান আসলে কী ঘটেছে। সিসিটিভি ফুটেজেও মহিলাকে দেখতে পাওয়া যায়। পুরো বিষয়টি নিয়ে পূর্বস্থলী থানার দারস্থ হয়েছেন সুভাষ দেবনাথের পরিবারের লোকজনেরা।  

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন