ষষ্ঠ দফার ভোটের আগেই ফের নাকা চেকিং এ দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা



নিউজ ডেস্ক : আগামী ২৫ শে মে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন তার আগেই না কাছে কিনে বিজেপি নেতার গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার আজ সকালে ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুকুর থানার খুকুরদহ পয়েন্টে নাকা চেকিং চলছিল ঠিক সেই সময় দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেড়ার গাড়ি থেকে উদ্ধার নগদ ২৪ লক্ষ টাকা উদ্ধার হওয়া নগদ থাকার কোন বৈধ নথি দেখাতে পারেনি এখনও পর্যন্ত এই বিজেপি নেতা আগামীকাল যেহেতু ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট। আর তারই মধ্যে লক্ষাধিক টাকা উদ্ধার বিজেপি নেতার গাড়ি থেকে এই নিয়ে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। 


প্রসঙ্গত ,কয়েকদিন আগে বনগায় ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হদিশ মেলে টাকার উৎস জানতে চাইলে হানাদায় কেন্দ্রীয় আয়কর বিভাগ প্রায় ১৯ঘণ্টা তল্লাশির পর ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হয় ২১ লক্ষ ৫৬ হাজার ৬৮০ টাকা তারাও কিন্তু দেখাতে পারিনি কোন বৈধ কাগজপত্র খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাচন কমিশনারের আধিকারিকরাও!

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন