নিউজ ডেস্ক : কয়েক মিনিটেই তচনচ আরবসাগরের তীরের এই শহর টি। প্রবল ঝড়ের কবলে পড়ে মুম্বাই এর ঘাটকোপারে একটি হোর্ডিং ভেঙে পড়ে। ঘটনায় মোট ১৪ জন প্রাণ হারিয়েছেন। ৭৪জন মঙ্গলবার সকালেও মৃত্যুর সঙ্গে পাঞা লড়েছে।সোমবার বিকেল পাঁচটার সময় প্রবল বৃষ্টির মধ্যে ঘাটকোপার এর একটি পেট্রল পাম্প এর ওপর যখন ২৫০ টনের হোর্ডিং টি ভেঙে পড়ে তখনই ঘটনা স্থলেই প্রাণ হারিয়েছেন ৮জন। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় আরও ৬ জনের মৃত্যু হয়। মুম্বাই এর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বোম্বে মিউনিসিপাল কর্পোরেশন ঘাটকোপার এলাকার আরও তিনটি হোর্ডিং সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে। তিনটিই বিপজ্জনক ভাবে টাঙানো ছিল। স্থানীয় সূত্রের খবর যে,"এই বিশাল স্ট্রাকচার বড়ো হোর্ডিং টি দীর্ঘ দিন ধরেই বিপজ্জনক অবস্থায় টাঙানো ছিল। সোমবারের টানা বৃষ্টিতে সেটি ভেঙে পড়ে"।
প্রাকৃতিক দুর্যোগের কারণে মুম্বাইয়ে ভেঙে পড়ল ১০০ ফুট উঁচু হোর্ডিং,মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে
byMonisha Roy
-
0