কেকেআর-হায়দরাবাদ ম্যাচের আগে আমেদাবাদ বিমানবন্দর থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে চার জঙ্গি। আর সেই কারণে হঠাৎই নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। ৩ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন থাকছে স্টেডিয়ামে। ৮০০ প্রাইভেট সিকিউরিটি গার্ড রাখা হচ্ছে স্টেডিয়ামের চার মূল গেটে। থাকছেন পুলিশের আধিকারিকরা। যাতে সমস্ত আশঙ্কা দূর করা যায়। আইপিএলের আকর্ষণীয় ম্যাচ নির্বিঘ্নে শেষ করা যায়। সোজা কথা বললে, নিরাপত্তার তিনটে ধাপ পেরিয়ে তবেই মাঠে প্রবেশ করতে পারবেন দর্শকরা। গ্যালারিতেও থাকবে কড়া নিরাপত্তা।
এই ম্যাচ সব দিক থেকে আকর্ষণীয়। ২০১৪ সালে শেষবার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএলে। ২ বছর আগে ফাইনালে উঠলেও খেতাব আসেনি। সেই হতাশা এ বার পাল্টে দিয়েছেন গৌতম গম্ভীর। পুরো মরসুম জুড়ে চমৎকার ক্রিকেট উপহার দিয়েছেন নাইটরা। কিন্তু গ্রুপ পর্যায়ের ম্যাচে কী করেছে টিম, তা আর কোয়ালিফায়ারে বিচার্য হবে না। ফাইনালের টিকিট পাওয়া এবং চ্যাম্পিয়ন হতে না পারলে কেউই গম্ভীরের এই ‘বদল’ মনে রাখবে না। সেটা খুব ভালো করে জানেন গম্ভীর নিজেও। প্যাট কামিন্সের হায়দরাবাদের বিরুদ্ধে যে কারণে সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন নারিন, শ্রেয়সরা।