চতুর্থ দফার ভোটের দিন সস্তা হল সোনা

নিউজ ডেস্ক - রাজ্যের বিভিন্ন প্রান্তে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ আজ। আর ভোট আবহাওয়াতে একধাক্কায় বেশ অনেকটা কমে গেল সোনার দাম। দিন কয়েক আগেই অক্ষয় তৃতীয়ায় দাম কমেছিল সোনার, বিয়ের মরশুমে আজ আরও কিছুটা সস্তা হল সোনা। 

আজ, ১৩ মে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭১৫ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৭ হাজার ১৫০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা। একদিনে দাম কমেছে ১ হাজার টাকা।

আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩২৫ টাকা। গতকালের তুলনায় ১১ টাকা দাম কমেছে।১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৩ হাজার ২৫০ টাকা। গতকালের তুলনায় ১১০ টাকা দাম কমেছে।১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা। একদিনে ১১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দামও কমেছে আজ। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৯৪ টাকা। গতকালের তুলনায় ৮ টাকা দাম কমেছে।১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৯৪০ টাকা। গতকালের তুলনায় ৮০ টাকা দাম কমেছে।১০০ গ্রাম  সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা। একদিনে দাম কমেছে ৮০০ টাকা।



Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন