বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকের, ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি

নিউজ ডেস্ক -ত্তর ২৪ পরগনার টিটাগড়ের বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে ঘিরে বিক্ষোভ। ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি। সূত্রের খবর, শাসকদলের লোকজন বুথ জ্যাম করে ভোট করাচ্ছেন। এই নিয়ে অভিযোগ পেতেই সংশ্লিষ্ট বুথে যাচ্ছিলেন কৌস্তভ। এরপর তিনি পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। বুথে ঢুকতে গেলে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলেন, “আমার গাড়ি ভাঙচুর হয়েছে। বুথ জ্যাম করছিল। আমাকে হেনস্থা করা হয়েছে। এমনকী আমার নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেওয়া হয়। চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছে। আমি বারবার ভোটারদের বোঝাতে গিয়েছিলাম যে কোনও রকম ভয় না পেয়ে যাতে তাঁরা ভোট দেন। আর তারপরই এই ঘটনা ঘটিয়েছে।”

অপরদিকে, অর্জুন গড়ে এই ঘটনা ঘটায় বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, “ওরা যা করার করছে। আমরাও যা করার করছি।” এই ঘটনায় ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট চাইলো কমিশন।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন