নিউজ ডেস্ক - একই দড়িতে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হল কেতুগ্রাম থানার মাসুন্দি গ্রামের পালপাড়া এলাকায়। এইদিন সকালে বাড়ি থেকে সুশান্ত পাল (৫০) এবং অনিমা পালের (৪৪) দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, যে ঘরে ওই দম্পতি থাকতেন সেখানেই এদিন ওদের ঝুলন্ত অবস্থায় দেখা যায়। আমরা উদ্ধার করে তড়িঘড়ি ওদের কান্দরা ব্লক হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসকেরা ওদের মৃত বলে ঘোষণা করেন।
মৃত সুশান্ত পালের ভাই সামন্ত বলেন যে, বৃহস্পতিবার রাতে ভাইপোর সঙ্গে সবজি আনা নিয়ে অশান্তি হয়েছিল। দাদা পেশায় সবজি বিক্রেতা হিসাবে কাজ করত। কান্দরার পাইকারি বাজার থেকে সবজি কিনে গ্রামে গ্রামে ফেরি করত। বৃহস্পতিবার ছেলেকে কান্দরা থেকে সবজি এনে দিতে বললে ছেলে রাজি হয়নি। সেই নিয়ে অশান্তি হয়। এরপরই দাদা গভীর রাতে বৌদিকে নিয়ে একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।
দম্পতির ছেলে সুবাহু পাল বলেন, “সবজি আনব না বলেছিলাম বলে বকাঝকা করেছিল। কিন্তু এই কারণে বাবা মা গলায় দড়ি দেবে ভাবতে পারছি না।” এইদিকে এ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। শোকের ছায়া পরিবারে। কেতুগ্রাম থানার পুলিশ দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদে।