হাড় মাংস ছাড়িয়ে টুকরো টুকরো করে 'খুন' বাংলাদেশের এমপির! হলুদ মাখিয়ে লোপাট 'দেহ' ! তল্লাশি শুরু হয়েছে ভাঙ্গরে

নিউজ ডেস্ক : কলকাতায় খুন হয়েছেন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম। তারই রহস্যজনক মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে তিন জনকে। তাদের জেরা করতে বাংলাদেশে গিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে সিআইডির টিম। তারই রহস্যজনক মৃত্যু একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। সূত্রের খবর, “ভাঙড়ে ফেলা হয়ে থাকতে পারে বাংলাদেশের সাংসদের দেহাংশ। একটা অ্যাপ ক্যাব চালককে জেরা করে তেমনটাই ইঙ্গিত মিলেছে বলে খবর। সেক্ষেত্রে মনে করা হচ্ছে পোলেরহাট থানার ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামে দেহ ফেলা হয়েছে। সেই মতো সিআইডির টিম এলাকায় তল্লাশি চালাচ্ছে বলে খবর।পোলেরহাট, জিরানগাছাতেও দেহের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এসটিএফও তল্লাশি চালাচ্ছে। এদিকে ওই সাংসদের দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে কোথায় সেই দেহাংশ।" 



আওগামী লীগের সদস্য ছিলেন আজিম। গতবারই মেয়ে কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন। তিনি প্রথমে তিনি বরানগরে এক বন্ধুর বাড়ি থাকছিলেন। এরপর দিন দুয়েকের মধ্যে চলে যান। মেয়ে তার মোবাইলের সঙ্গে যোগাযোগ করতে পাচ্ছিল  না। পরিবারের সদস্যরাও বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেন শুরু হয় চিরুনি তল্লাশি। দেহাংশের খোঁজে চলছে তল্লাশি। এই ঘটনার কাণ্ডের সাথে যুক্ত সীমান্ত এলাকার বাসিন্দার জুবের নামে এক ছেলে যুবককে আটক করেছে সিআইডি।আজিমের দেহলোপাটের  পিছনে এইসবের কোন যোগ রয়েছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে। এদিকে নিউটাউনের যে আবাসনে ছিলেন এমপি সেখান থেকে ট্রলি নিয়ে বের হতে দেখা গিয়েছে। সে ক্ষেত্রে অনুমান করা হচ্ছে টলিতে সেই দেহের পাচার করা হচ্ছিল। যে ফ্ল্যাটে আজিম ছিলেন সেই ফ্ল্যাটে আঙ্গুলের ছাপ এবং রক্তের দাগ পাওয়া গেছে। 



সূত্রের খবর, কাঠমান্ডু হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছে মূল চক্রের মাথা। আমানুল্লাহ এবং তার সঙ্গীরা সাংসদ কে খুন করেছিল বলে অভিযোগ। দেহাংশের বড় অংশ দুই ব্যাগে করে নিয়ে বেরিয়ে যাচ্ছিল এমনটাই তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। দেহাংশ ব্যাগে রেখে আবাসনে ফিরে খাওয়া দাওয়া চলে।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন