বুথের মধ্যে লুঙ্গি পড়ে প্রিসাইডিং অফিসার! লুঙ্গি খুলিয়ে প্যান্ট পরালেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো

নিউজ ডেস্ক : সকাল থেকেই ষষ্ঠ দফার ভোটের জন্য উত্তপ্তরাজ্য রাজনীতি। ঠিক এই সময় বুথে ঢুকেই অবাক প্রার্থী। লুঙ্গি পরেই নাকি বসে আছে প্রিসাইডিং অফিসার। সঙ্গে রয়েছে প্যান্ট। তা সত্ত্বেও তিনি পড়েন নি। দৃশ্য দেখামাত্রই ভোটকে প্রভাবিত করার অভিযোগ তোলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি দাবি করেন বিশেষ সম্প্রদায়ের ভোটারদের প্রভাবিত করতে এই কাজ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঘমুন্ডি  বিধানসভার ঝালদা গার্লস হাই স্কুলের বুথে। বুথে ঢোকা মাত্র এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে এই প্রিসাইডিং অফিসার কে লুঙ্গি বদল করতে বাধ্য করেন বিজেপি প্রার্থী। তার সামনেই বুথের মধ্যে লুঙ্গি খুলে প্যান্ট পড়ে নেন ওই ব্যক্তি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একটাই নির্দিষ্ট ড্রেসকোড থাকা সত্ত্বেও কেন মানলেন না ওই অফিসার?  আবার এদিকে ভোটের দিনে বিক্ষোভের মুখে পড়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। তাকে ঘিরে উঠছে একাধিক স্লোগান। ভোটার কার্ড ছিনিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলেন এক ভোটার। মহিলা ভোটারের দাবি তিনি বাড়ি থেকে ভোটার কার্ড নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। তার স্বামী সেই ভোটার কার্ড নিয়ে যাচ্ছিলেন। ভোটের লাইনে যখন দাঁড়াতে যান সেই সময় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় ওই ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন। মহিলা ভোটারের কাছ থেকে সেই কার্ড ছিনিয়ে নেন এমনটাই গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন