আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে ইতিমধ্যেই ঢুকছে বহু কাঙ্ক্ষিত জলীয় বাষ্প। তার জেরেই দেখা যাচ্ছে বৃষ্টির আশা। শনিবার থেকেই বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। শনিবার ও রবিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর সোমবার থেকে হবে একটানা বৃষ্টি।
সোম থেকে বৃহস্পতি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। আবহাওয়াবিদরা জানাছেন, আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমও বাড়বে।
সোমবার থেকে ৩-৪ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। রবিবার পর্যন্ত কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম থেকে বৃহস্পতি, সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ও রবিবার কোথায় কোথায় বৃষ্টি হবে, তা এখনও জানানো হয়নি আবহাওয়া দফতরের তরফে। সোম-মঙ্গল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।