নিউজ ডেস্ক - রাতের শিফটে কাজে গিয়েছিলেন। এক ঘণ্টা পরই শেষ হত শিফট। কিন্তু হল না বাড়ি ফেরা। খনির নিচেই প্রাণটা অবলীলায় চলে গেল ওই কর্মীর। ছেলেকে হারিয়ে এখন হাহাকার কান্না পরিবার জুড়ে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ডালের জামবাদ কোলিয়ারির চার নম্বর পিটে।
সূত্রের খবর, প্রত্যেকদিনের মতো মঙ্গলবার রাত্রিবেলার শিফটে কাজে যোগ দিয়েছিলেন রঞ্জিত বাউরি (৪৫)। তিনি ইসিএল-এর কর্মী। আন্ডারগ্রাউন্ড ডিপার্টমেন্টে কাজ করতেন বলে জানা গিয়েছে। রঞ্জিতবাবুর রাতের শিফট চলছিল। রাত্রি বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত ছিল। কোলিয়ারি সূত্রে খবর, বুধবার সকাল ৭টা নাগাদ খনির নিচে ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রঞ্জিত বাউরির।
দুর্ঘটনার পরই খনির নিচে সুরক্ষার দাবিতে সোচ্চার হয় খনি কর্মীরা। মৃত খনি কর্মীর পরিবারের একজনকে চাকরি ও নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের দাবিতে খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় খনিকর্মীরা। ইসিএল দাবিদাওয়া মেনে নেওয়ায় চার ঘণ্টা পরে বিক্ষোভ উঠে যায়। ভবিন্দর সিং নামে এক ব্যক্তি বলেন, “এটা ইসিএল এর গাফিলতি। এই দুর্ঘটনা দ্বিতীয়বার মেনে নিতে পারবা। আমরা চাই দোষীদের শাস্তি হোক।
Tags
accident