নিউজ ডেস্ক - মামার বাড়ি বেড়াতে গিয়ে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। পথেই মৃত্যু হল এক ব্যক্তির। ফেরা হল না বাড়িতে। বাড়ির ছেলেকে এভাবে হারিয়ে শোকের ছায়া পরিবারে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে।
মৃত ব্যক্তির নাম শিরীষ রায় (৪০)। সূত্রের খবর, বুধবার বিকেলে তিনি তাঁর বাইক নিয়ে মামার বাড়ি মেখলিগঞ্জে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন আত্মীয়-পরিজন। সেখান থেকে সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরার পথে ঘটে যায় পথ দুর্ঘটনা।
মামার বাড়ি যাওয়ার পথে রানিরহাট মোড় সংলগ্ন সেন পাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ফুচকার দোকানে ধাক্কা মারে বাইকটি। সেখানেই গুরুতর আহত হয়ে পড়েন বাইক চালক সহ আরও দুইজন। তাদেরকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিরীষ রায়কে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা গিয়েছে বাড়ি থেকে বারোটার সময় বেরিয়ে গিয়েছিল। তারপর বাইক নিয়ে ফিরছিল। শুনেছি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফুচকার দোকানে ধাক্কা মারে। তারপর উল্টে যায়। আর তারপরই এমন ঘটনা।
Tags
ROAD ACCIDENT