নিউজ ডেস্ক - বিগত কয়েকদিন ধরে আগুন লাগার ঘটনা ঘটেছে বাঁকুড়ায়। কখনও শুকনো ঝরা পাতা থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।আর এইবারে জঙ্গলে আগুন লেগে যাওয়ায় নেভাতে গিয়ে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বনগ্রাম এলাকায়। মৃতের নাম গুরুপদ মণ্ডল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে খবর , অন্যান্য দিনের মতোই শুক্রবার বাড়ি সংলগ্ন এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন বনগ্রামের বাসিন্দা গুরুপদ। দীর্ঘক্ষণ পরে ছেলে অদ্বৈত মণ্ডল বাবার জন্য পানীয় জল আনতে যান। সেই সময় দেখেন বাবা গুরুপদ আগুনে পুড়ে মৃত অবস্থায় পড়ে আছেন।
দ্রুত তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘাস কাটার সময় গুরুপদ মণ্ডল দেখেন পার্শ্ববর্তী জঙ্গলে ভয়াবহ আগুন লেগেছে। সেই আগুন ধেয়ে আসছে তাঁর বাড়ির দিকে। এরপরই তড়িঘড়ি ঘাস কাটার কাজ ছেড়ে আগুন নেভাতে যান তিনি। আগুন নেভানোর সময় পুড়ে মৃত্যু হয় তাঁর।
Tags
WEST BENGAL