মুম্বাইকে হারিয়ে প্লে-অফের প্রথম দল হিসাবে নির্বাচিত হল কেকেআর

নিউজ ডেস্ক -প্লে-অফের দৌড় থেকে প্রথম দল হিসেবে ছিটকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এখন তাদের কাছে মর্যাদার ম্যাচ। প্রিয় ইডেন গার্ডেন্সে নজর ছিল রোহিত শর্মার দিকেও। পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমেছিলেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিংয়ে। কেকেআরের পাওয়ার প্লে বোলিং স্বস্তির হয়নি। বৈভব অরোরা প্রথম ওভারে ভালো বোলিং করলেও নতুন ওভারে নো বল, বাই রানে চাপ বাড়ান। রোহিত-ঈশান জুটি মুম্বইয়ের শুরুটা দুর্দান্ত করে।

পাঁচ ওভারের পাওয়ার প্লে। একজন বোলার ৪ ওভার করতে পারবেন। বাকিরা ৩ ওভার। মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে নিশ্চিত ছিল, বুমরাই সেই বোলার যিনি চার ওভার করবেন। কেকেআর শিবিরে নজর ছিল, কার উপর বাড়তি ভরসা দেখানো হবে। প্রথম চার ওভারেই ৪৬ রান তুলে নেয় মুম্বই। পাওয়ার প্লে-র শেষ ওভারে সুনীল নারিনকে আক্রমণে আনা হয়। নারিনের ওভারে মাত্র ১৩ রান আসে। পাওয়ার প্লে-তে ৫৯ রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

পাওয়ার প্লে-র পর অবশ্য নারিনকে খেলতে চাপে পড়েছিলেন ঈশান-রোহিত। ধৈর্যের বাধ ভাঙে ঈশানের। বড় শট খেলার চেষ্টায় নারিনের বোলিংয়ে রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ঈশান। ২২ বলে ৪০ রান করেন মুম্বই কিপার ব্যাটার। বরুণ চক্রবর্তী ফেরান রোহিত শর্মাকে। ক্রমশ ম্যাচে ফেরার ইঙ্গিত স্পিনারদের সৌজন্যে। মুম্বইয়ের আস্কিং রেট ১২ অবধি পৌঁছে যায়। গত ম্যাচে সেঞ্চুরি করা সূর্যকুমার যাদব ক্রিজে থাকায় চাপ ছিল।

শেষ ৬ ওভারে মুম্বইয়ের লক্ষ্য দাঁড়ায় ৭৭ রান। আন্দ্রে রাসেলের গোল্ডেন আর্ম এই ম্যাচেও কাজে দিল। স্কাইকে ফেরান রাসেল। ক্রমশ চাপ বাড়ে মুম্বই শিবিরে। ৩০ বলে ৭০ রানের টার্গেট, সহজ নয়। এক বোলার চার ওভার করতে পারতেন। বরুণে ভরসা রাখা হয়। হার্দিককে ফিরিয়ে দুর্দান্ত বোলিং। পরের ওভারেই রাসেলের ফের উইকেট। ৯২ রানে ৫ উইকেট হারায় মুম্বই। বরুণ চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নেন।

মুম্বইয়ের দুই তরুণ ব্যাটার তিলক ভার্মা ফের চাপে ফেলেন কেকেআরকে। শেষ ২ ওভারে ৪১ রান টার্গেট দাঁড়ায় মুম্বইয়ের। ১৫তম ওভার করেন রাসেল। তিলকের সঙ্গে নমন ধীরের বিধ্বংসী ব্যাটিং। শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২২ রান। ম্যাচ যে কোনও দিকেই যেতে পারত। হর্ষিত রানা প্রথম বলেই উইকেট তুলে নেন। মরসুমের প্রথম হোম ম্যাচেও শেষ ওভারে থ্রিলার জিতিয়েছিলেন হর্ষিত। প্রথম তিন বলের মধ্যেই দুটো উইকেট নিয়ে কেকেআরের জয় নিশ্চিত করেন হর্ষিত। শেষ ওভারে ৩ রান দিয়ে ২ উইকেট। প্রথম দল হিসেবে প্লে-অফে কেকেআর।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন