নিউজ ডেস্ক: বোমাবাজি গুলি চালানো এবং অশান্তির মাত্রায় অন্যান্য দফাকে ছাড়িয়ে গেল পঞ্চম দফার নির্বাচন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই চলল গুলি বোমার শব্দ পাওয়া গেল হাওড়ার লিলুয়ায়।
সোমবার হাওড়ার লিলুয়ায় সকাল সকাল নিয়মমাফিকই শুরু হয় পঞ্চম দফার নির্বাচন । তবে বেলা বাড়তেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার লিলুয়ার বজরংবলী মার্কেট সংলগ্ন এলাকা। এলাকাবাসীর অভিযোগ বুথের বাইরে বোমাবাজির শব্দ শোনা যায়। এরপরই বুথ ছেড়ে পালাতে শুরু করেন সাধারণ ভোটাররা। থমথমে হয়ে যায় এলাকার পরিবেশ।
ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে থাকলেও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে।
এছাড়াও ডন বসকো গভর্নমেন্ট কোয়ার্টারে বুথের বাইরে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ভোট দিতে আসা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতায় এবং বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। পরিস্থিতির শান্ত হলেও এলাকার পরিবেশ থমথমে।
অন্যদিকে হাওড়ার গোলমহর এলাকায় বুধ জ্যাম করাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। অভিযোগ শাসক দল বহিরাগতদের নিয়ে এসে বুথ জ্যাম করিয়েছে। কেন্দ্রীয় বাহিনী তৎপরতায় সেই বহিরাগতদের বুথ থেকে বার করে দেওয়া হয়। তবে তৃণমূলের দাবি এই অভিযোগ ভিত্তিহীন।
তবে শুধু হাওড়া নয় পঞ্চম দফা লোকসভা নির্বাচনে এমনই টুকরো টুকরো অশান্তির ছবি উঠে এসেছে গোটা বাংলা জুড়ে।