খন্ডকোষের ১৪১ নম্বর বুথে ভোট দানে বাধা! নিষ্ক্রিয় পুলিশ! কাঠগোড়ায় তৃণমূল



নিউজ ডেস্ক : বিষ্ণুপুরের খণ্ডঘোষে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠছে  তৃণমূলের বিরুদ্ধে। খন্ডকোষ বিধানসভার কামারপুর খালপাড়া এলাকার ১৪১ নম্বর বুথে বিরোধী এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে এমনটাই অভিযোগ উঠছে। শুধু তাই নয় বিরোধী দলের সমর্থকদের কেউ ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিষয়টিকে কেন্দ্র করে ক্ষোভের  আগুনে ফেটে পড়ছে ভোটাররা। তাদের অভিযোগ পুলিশের সামনে এমন ঘটনা ঘটলেও তারা কেন নিষ্ক্রিয়। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে। আবার একই সাথে বলা হয়েছে কামালপুরের ১৪১ নম্বর বুথে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে তারা সেটা মিথ্যা বলে অস্বীকার করছে।



অভিযোগকারী এক ভোটার শেখ কালাম বলেন, "কামালপুর খালপাড়া এলাকায় সকালে আমি ভোট দিতে গিয়েছিলাম ৷ আমাকে ভোট দিতে দিল না ৷ ওরা ধাক্কা মেরে বের করে দিল ৷ সাহেব আর গেঁড়া নামে তৃণমূল কংগ্রেসের দুই কর্মী আমাকে বের করে দিয়েছে ৷ ওরা বলছে আমার নাকি ভোট দেওয়া হয়ে গেছে ৷ অথচ আমি এখনও ভোট দিইনি ৷ সামনেই পুলিশের ভ্যান ছিল ৷ পুলিশ সব দেখেও কিছু বলল না ৷ এমনকি হুমকি দেওয়া হচ্ছে, আজ আমরা ভোট দিলে, কাল আমাদের মেরে ফেলা হবে ৷"স্থানীয় তৃণমূল নেতা রনি খানের পালটা দাবি, "শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷ কাউকে বাধা দেওয়া হয়নি ৷ ওরা তো অভিযোগ করবেই ৷ এখানে উন্নয়নকে দেখে মানুষ ভোট দিচ্ছে ৷ বিরোধীরা একের পর এক নির্বাচনে হেরে গিয়ে ধরাশায়ী ৷ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিচ্ছে ৷ আর কোন দলের এজেন্ট বসবে, কি বসবে না, সেই দায়িত্ব তো আমাদের নয় ! আসলে ওরা এজেন্ট বসানোর জন্য কাউকে খুঁজে পায়নি ৷"

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন