সূত্রের খবর, ওই এলাকার ব্যবসায়ী শুভজিৎ পোদ্দারের দোকানে লাগানো রয়েছে সিসিটিভি।আর সেই সিসিটিভি ফুটেজ ওই ব্যবসায়ী থেকে সংগ্রহ করে তৃণমূল কংগ্রেস। কেন সিসিটিভি ফুটেজ তৃণমূল নেতৃত্বকে ওই ব্যবসায়ী দিলেন, সেটাই হয়ে যায় বিজেপির রাগের কারণ। অভিযোগ, সেই কারণে ব্যবসায়ীর বাড়িতে গিয়ে বিজেপি মণ্ডল সভাপতি সুদীপ্ত রায় ও তাঁর দাদা ব্যবসায়ীকে হুমকি দেন। মারধরও করা হয় বলে অভিযোগ।
হুমকি দেওয়ারও সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। হুমকির ঘটনায় যথেষ্টই আতঙ্কিত ব্যবসায়ী ও তাঁর পরিবার। বিজেপি মণ্ডল সভাপতির নামে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী।
যদিও এই বিষয়ে বিজেপির উত্তর শহরতলির জেলা কমিটির সদস্য কিশোর কর বলেন, “তৃণমূল আগেও তো এমন সন্দেশখালির অনেক ভিডিয়ো সামনে এনেছে। যত নির্বাচন এগিয়ে আসছে, তৃণমূল নানা পন্থা নিচ্ছে বিজেপিকে বদনাম করার। মিথ্যা অভিযোগ করছে।”