নিউজ ডেস্ক : ষষ্ঠ দফার ভোট শুরুর আগেই ক্ষোভের আগুন ফেটে পড়ছিল তমলুক লোকসভা কেন্দ্র।আর আজ সকালে ভোট শুরু হওয়ার আগে বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলদিয়া ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা দীঘাচিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় ভোট প্রক্রিয়া দেখতে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে থেকে 'চোর 'স্লোগান দেওয়ার পাশাপাশি 'বিজেপি হটাও' বলে ও স্লোগান দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তারপরেই তার নিরাপত্তারক্ষীরা সেখান থেকে তাকে বের করে নিয়ে যায়। রাজ্য পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ ডায়াল করেন। নাম না করেই কিন্তু নিশানা করেন করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে।তার অভিযোগ,"পুলিশ সন্ত্রাস করছে নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে।ভাইপোর নির্দেশে এসব কাজ হচ্ছে বলে দাবি তার।"তিনি আরো জানান প্রায় হাজার চারেক পুলিশ বাহিনী নন্দীগ্রামে ঢুকেছে ভোটের আগের রাতে। রীতিমতো পুলিশি অত্যাচার চলছে। নন্দীগ্রাম আবারো জ্বলছে।
হলদিয়ার ভবানীপুরে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে দেখে উঠল 'চোর 'স্লোগান
byMonisha Roy
-
0