বিভিন্ন রাজ্যে লাল , কমলা সতর্কতা জারি , রইল বৃষ্টিপাতের পূর্বাভাস

 

নিউজ ডেস্ক - এক সপ্তাহের বৃষ্টিতেই যা একটু স্বস্তি মিলেছিল।কিন্তু আবার তাপপ্রবাহের জ্বালা। দিল্লি সহ গোটা উত্তর ভারত জুড়েই বইছে তাপপ্রবাহ। মৌসম ভবনের তরফে জারি করা হল, লাল সতর্কতা। হরিয়ানা, চণ্ডীগঢ়, দিল্লি, পঞ্জাব সহ একাধিক রাজ্যেই জারি করা হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি কমলা সতর্কতাও জারি করা হয়েছে বিভিন্ন রাজ্যে।

রবিবার সকালেই মৌসম ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, আগামী চারদিন কাঠফাটা গরম থাকবে উত্তর-পশ্চিম ভারত জুড়ে। হরিয়ানা, চণ্ডীগঢ়, দিল্লি, পঞ্জাব, পশ্চিম রাজস্থানে লাল সতর্কতা জারি হয়েছে। উত্তর প্রদেশ ও পূর্ব রাজস্থানে জারি হয়েছে কমলা সতর্কতা। আগামী কয়েকদিন গোয়া ও পশ্চিমবঙ্গে সর্বাধিক আর্দ্রতা থাকবে।

শুধুমাত্র দিল্লি ও উত্তরের সংলগ্ন রাজ্যগুলিই নয়, হিমাচল প্রদেশেও তাপপ্রবাহ জারি থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় উনা, বিলাসপুর, হামিরপুর, সোলান, কাঙড়া, সিমলা সহ একাধিক জেলায় তাপপ্রবাহ জারি থাকবে।

শনিবার দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাটের কমপক্ষে ২০টি জায়গায় সর্বাধিক তাপমাত্রা ৪৫ ডিগ্রির বেশি ছিল। দিল্লির মুঙ্গেশপুরে সর্বাধিক তাপমাত্রা ছিল ৪৬.৮ ডিগ্রি সেলসিয়াস, নজফগড়ে তাপমাত্রা ছিল ৪৬.৭ ডিগ্রি। পিতামপুরাতেও ৪৬ ডিগ্রি তাপমাত্রা ছিল।

বৃষ্টির খবর-

মৌসম ভবনের তরফে বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকাগুলিতে। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু, পুদুচেরী, কেরল, মাহেতে। কর্নাটকের দক্ষিণেও আগামিকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন