আজ সাত সকালেই ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের উকিলপাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে খবরে জানা যাচ্ছে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের আকঞ্জি ডাঙ্গা এলাকার বাসিন্দা গীতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে প্রাতঃভ্রমণ করতে বের হন তিনি। উকিল পাড়া এলাকায় পৌঁছাতেই আচমকাই দুই যুবক বাইক চেপে এলাকায় পৌঁছয়। একজন পিছন থেকে মাসিমা বলে ডাকেন বলে জানান ওই মহিলা। এবার সেই ডাক শুনে মহিলা পিছন ফিরে তাকাতেই অপর একজন যুবক মহিলার গলা টিপে ধরে গলায় থাকা লক্ষাধিক টাকার সোনার চেইন ছিঁড়ে চলে যায়।
গীতা বন্দ্যোপাধ্যায় নামে ওই মহিলা জানান, “আমি প্রতিদিন সকালবেলা হাঁটতে যাই। সেই সময় পাড়ার মোড়ে দেখি একটা বাইকে দুটো ছেলে দাঁড়িয়ে আছে। এরপর আমাকে মাসিমা বলে ডাকল। যেই পিছন ঘুরেছি অমনি আমার গলাটা ধরল। আর তারপর হারটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল।”