ফের দুর্ঘটনার শিকার! টোটো এবং লরির সংঘর্ষে পিষে মৃত ৩


নিজস্ব সংবাদদাতা:
  সকাল সকাল দুর্ঘটনার কবলে পড়ে টোটো এবং লরির সংঘর্ষে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা ।বাঙ্গিহাটি থেকে পারডানকুনি যাওয়ার পথে টোটো সাথে লরির সংঘর্ষে পিষে মৃত্যু ৩জনের। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে তাদের হাসপাতালে নিয়ে গেছে। আজ সকাল ৮:৩০ নাগাদ শ্রীরামপুর থানার অর্ন্তগত বাঙ্গিহাটি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর,"একটি যাত্রীবাহী টোটো ৪জন প্যাসেঞ্জারকে নিয়ে আসছিলেন। ঠিক তখনই উল্টো দিক থেকে একটি লরি এসে ধাক্কা মারে টোটো টিকে। একেবারে গাছের দিকে চিটকে অনেক দূরে টোটো টি পড়ে। দুই লরির মাঝে পিষে যায় টোটো টি"।  ইতিমধ্যে ঘটনাস্থলে আসে চন্দননগর থানার পুলিশ। তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।আহতদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ," বেআইনি পার্কিংয়ের কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। যদি এই গাড়িটি না দাঁড়িয়ে থাকতো তাহলে ঘটনাটি ঘটতো না"। 



এলাকাবাসীদের অভিযোগ ," আমাদের এখানে ঘটনাটি ঘটার জন্য সম্পূর্ণ দায়ী লোকাল প্রশাসন। এর আগেও কালীপুজোর রাতে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ভারপ্রাপ্ত আধিকারিক পুলিশরা এসেছিল তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে এর পর থেকে সেখানে কোন রকম অ্যাক্সিডেন্ট হবে না। ট্রাফিক গার্ডের ব্যবস্থা করা হবে এবং সিগন্যালের ব্যবস্থা করা হবে। এই প্রতিশ্রুতি তারা রাখেননি।শ্রীরামপুর থেকে ডানকুনি যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেখানে কোনো রকম পার্কিংয়ের ব্যবস্থা নেই। রাস্তার দু'ধারে বেআইনিভাবে লরি দাঁড়িয়ে থাকে। এবং পুলিশ এসে রাত্রিবেলা সেখান থেকে পয়সা খায়"। 

তাদের দাবি ,"সিগনাল রুম চালু করতে হবে। ট্রাফিক গার্ড বসাতে হবে এবং অবিলম্বে যে রাস্তাটি বন্ধ আছে সেটিকে চালু করতে হবে পুনরায়। আজ যে ক্ষতি হয়েছে তার মূল্য আমরা দিতে পারবো না। কিন্তু আগামী দিন যেন এরকম ঘটনা না ঘটে সেদিকে নজর দিক পুলিশ প্রশাসন"। স্থানীয়দের অভিযোগ," লরি চালক মদ্যপ অবস্থায়  ছিলেন। যিনি টোটো চালক ছিলেন তিনি হলেন বাঙ্গিহাটির  বাসিন্দা। একদমই নিম্নবিত্ত পরিবারের খেটে খাওয়া মানুষ। এই ঘটনাতে  তার মৃত্যু হওয়াতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত টোটো চালকের পরিবারের দাবি আর্থিক ক্ষতি পূরণের দাবি মানতে হবে।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন