নিউজ ডেস্ক - ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছিল কলাগাছ। আর সেই কলাগাছ কাটতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক বৃদ্ধের। শুধু তাই নয়, তাঁকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল তাঁর ছেলেরও। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার দলুইবাজার ২ পঞ্চায়েত কোঙারপাড়ায়।
পরিবার সূত্রের খবরে জানা যাচ্ছে, মৃত দু’জনের নাম ফড়ে সিং (৬৪) ও তরুণ সিং (৩০)। সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে। সূত্রের খবর, রেমালের তাণ্ডবে ভেঙে গিয়েছিল কলাগাছ। আর সেই গাছ কাটতে গিয়েছিলেন ফড়ে সিং। সেখানেই বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসেন তিনি। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তরুণ সিংও।
তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে বড়শুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। এ প্রসঙ্গে মৃতের আত্মীয় বলেন, “২২০ ভোল্টের বাড়ির সার্ফেস তার ছিল। সেই তারটা কোনও কারণে ছিঁড়ে গিয়েছিল ঝড়ের জন্য। তারপর কলা গাছ পড়ে গিয়েছিল তার উপর। সেই কলাগাছ কাটতে গিয়েই বিপত্তি। তার লেগে মৃত্যু হয়। আর ওকে বাঁচাতে গিয়েছিল ওঁর ছেলে। তারও মৃত্যু হয়েছে।”