নিউজ ডেস্ক : সদ্য সদ্য ষষ্ঠ দফার নির্বাচন শেষ হয়েছে। ইতিমধ্যে সপ্তম দফার ভোটের আগে জোড় কদমে প্রচার সারছে বিভিন্ন দলের প্রার্থীরা। এরই মধ্যে অভিযোগ উঠে এলো কালীঘাটের সিপিএমের প্রচারে বাধা দেওয়ার। তাও নাকি আবার পুলিশের বিরুদ্ধে! রবিবার সকালে দক্ষিণ কলকাতা সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম ডি ওয়াই এফ আই এর নেত্রী মীনাক্ষী মুখার্জির এবং স্থানীয় কর্মী দের সমর্থনে কালীঘাটে মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রচার করতে যান। ইতিমধ্যে পুলিশ ১৪৪ ধারা জারি থাকায় যুক্তি দেখিয়ে তাদের প্রচারে বাধা সৃষ্টি করেন। পুলিশের দাবি , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ১৪৪ ধারা জারি রয়েছে।তাই সেখানে রাজনৈতিক জমায়েত সম্ভব নয়। সিপিএম কর্মীরা পুলিশের এই বাধার প্রতিবাদ জানালে তুমুল বচসার সৃষ্টি হয়। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় পুলিশের এই বাধার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘যে মুখ্যমন্ত্রী সারা বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, তাঁর পাড়াতেই গণতান্ত্রিকভাবে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এ কী হাল!’ মীনাক্ষী আরও বলেন, ‘মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রচার করা যাবে না কেন? কমিশন ঘুমোচ্ছে। বারবার ফোন করা সত্ত্বেও কোনও সাহায্য মেলেনি।’