নিউজ ডেস্ক : মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার। প্রত্যেকেরই নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। তাই প্রতিবছরই আজকের দিনটি অর্থাৎ ৩রা মে বিশ্ব প্রেস ফ্রিডম ডে হিসেবে পালিত হয়। মূলত সংবাদ মাধ্যমের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই বিশ্ব জুড়ে এই দিনটি পালন করা হয়। একই সাথে সংবাদ পরিবেশনের সাংবাদিকদের স্বাধীনতা সুরক্ষা বিভিন্ন বিষয়ে সংবাদ গ্রাহকেরদের বাধা দেওয়া বা ভয় দেখানোর বিরুদ্ধে পড়া বার্তা দেওয়ার উদ্দেশ্যে এবং সারা বছর ধরে প্রাণের ঝুঁকি নিয়ে যে সমস্ত সাংবাদিকরা অনবরত কাজ করে চলেছে তাদের সম্মান জানিয়ে আজকের দিনটি উদযাপন করা হয়।
জেনে নিন "বিশ্ব প্রেস ফ্রিডম ডে" র ইতিহাস
১৯৮১ সালে ৩ মে আফ্রিকায় নাবিবিয়ার সাংবাদিকদের তরফ থেকে গণমাধ্যমে সাংবাদিকতার একটি নীতি নির্দেশিকা তৈরি করা হয়েছিল।এরপর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে ৩রা মে প্রথম বিশ্ব সংবাদ মাধ্যম দিবস হিসেবে পালন করা হয় তারপর থেকেই এই দিনটি অর্থাৎ ৩ মে বিশ্ব প্রেস ফ্রিডম ডে হিসেবে পালন করা হচ্ছে।
থিম
প্রতিবছর কিন্তু বিশ্ব প্রেস ফ্রিডম দের থিম পরিবর্তন হতে থাকে। গত বছর অর্থাৎ ২০২৩ সালের থিম ছিল "Shaping a Future of Rights: Freedom of Expression as a Driver for all other human rights"। আবার এর পরিবর্তন হয়েছে ২০২৪ সালের অর্থাৎ ২০২৪ সালে বিশ্ব প্রেস ফ্রিডম উদযাপনের থিম হলো "A Press for the Planet: Journalism in the Face of the environmental crisis"
আপনিও পালন করুন 'বিশ্ব প্রেস ফ্রিডম ডে'
আপনি নিজেও চাইলে এই দিনটিকে সাদরে পালন করতে পারেন। আপনার আশেপাশে কোন স্বাধীন প্রেস অনুষ্ঠানে যোগদান করতে পারেন। আবার সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বই লিখতে পারেন। এছাড়াও আপনার স্থানীয় সংবাদপত্র বা সরকারি কর্মকর্তাকে চিঠি লিখে ধন্যবাদ জানাতে পারেন।পাশাপাশি যদি কোন সংবাদ মাধ্যমকে ভয় দেখানো হয় তার পাশে গিয়ে দাঁড়িয়ে সাদরে দিনটিকে পালন করুন।