মনোনয়ন জমা দিতে এলেন মহিষের পিঠে চড়ে, মোরগ ভেড়া সঙ্গে নিয়ে মিছিলে হাঁটলেন সমর্থকরা

 নিউজ ডেস্ক: মহিষের  পিঠে চেপে মনোনয়ন জমা দিলেন লোকসভা নির্বাচনের এক প্রার্থী। সঙ্গে সমর্থকদের পাশাপাশি মিছিলে দেখা গেল মোরগ ও ভেড়া। 


মহিষের পিঠে চড়ে (আদিবাসী ভাষায় যার নাম কাড়ার ) মনোনয়ন জমা দিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের আদিবাসী কুড়মী সমাজের হয়ে লড়াই করা নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো। আদিবাসী কূর্মী সমাজের মূল উপদেষ্টা এই অজিত প্রসাদ মাহাতো। চলতি লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন তিনি।

শুক্রবার নিজের মনোনয়নপত্র জমা দিলেন অজিত প্রসাদ। কুড়মী সমাজের প্রায় এক হাজারের বেশি সমর্থক নিয়ে পুরুলিয়ার রাঁচি রোড এলাকা থেকে মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার জন্য আসেন। সমর্থকদের সঙ্গে দেখা যায় মোরগ এবং ভেড়া।

সমর্থকদের উচ্ছাস এতটাই বেশি ছিল যে তারা নির্বাচন কমিশনের করে দেওয়া ব্যারেকের টোপকে জেলাশাসক দপ্তরের মুল গেটের কাছে পৌঁছে যায়। প্রথমে বেস্ট শৃঙ্খলা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে অজিত মাহাতো বলেন, “রাজনৈতিক দলগুলির প্রার্থীরা বলছে আমি জিতলে দিদি জিতবে মোদি জিতবে। আমি জিতলে এখানকার মানুষের আবেগ কুড়মি জাতিসত্ত্বা বাঁচবে।” 


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন