রবিবার মধ্যরাতেই বাংলায় আগমন ঘটতে পারে "রেমাল"-র

নিউজ ডেস্ক - ভোটের মাঝেই বাংলায় আগমন ঘটতে চলেছে ঘূর্ণিঝড়ের। তীব্র ঘূর্ণিঝড়ের ধাক্কায় বড় দুর্যোগের শঙ্কা রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। রবিবার মধ্যরাতেই বাংলা ও বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড়ের। আবহাওয়াবিদদের অনুমান, সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে কোথাও আছড়ে পড়তে পারে ঘূর্ণি দানব ‘রেমাল’। এর আগে ২০২১ সালের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফল হয়েছিল। তিন বছর পেরিয়ে আবার একই দিনে ঘূর্ণিঝড়ের শঙ্কা।

ঘূর্ণিঝড়ের শঙ্কার মাঝেই সম্ভব্য দুর্যোগের কথা মাথায় রেখে একাধিক জেলায় জারি করা হয়েছে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা। উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলেও ঝড়ের তাণ্ডব দেখা যেতে পারে। ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কলকাতা শহরে। ঝড়-বৃষ্টির আশঙ্কায় একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। আগামিকালই এই গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর উত্তর দিকে বাংলা ও বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসবে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী কোনও অঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল।

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শনিবার থেকেই জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল থেকেই ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উপকূলীয় অঞ্চলে দমকা বাতাল বইতে পারে। এরপর রবিবার কলকাতা ও হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনায় ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। হুগলি, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন