নিউজ ডেস্ক - সল্টলেক ডিএফ ব্লকে পুলিশের গাড়ির উপর গাছ ভেঙে বিপত্তি। যার জেরে সপ্তাহের প্রথম কাজের দিনই যানচলাচল সাময়িকভাবে ব্যাহত হল। সোমবার গাছ ভেঙে বিপত্তির কারণে উল্টোডাঙামুখী লেন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এইদিন সকালে ডিএফ ব্লকের একটি দেবদারু গাছ আচমকাই ভেঙে পড়ে। সেখানে একটি গাড়ি দাঁড়িয়েছিল। একেবারে গাছের নিচে রাখা ছিল গাড়িটি। গাড়ির ছাদ একেবারে তুবড়ে যায়। পুলিশের প্রাইভেট গাড়ি সেটি। গাড়িটি আংশিকভাবে ক্ষতিগ্রস্তও হয়।
সূত্রের খবর, উত্তর বিধাননগর থানার সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ মণ্ডলের গাড়ির উপরই ভেঙে পড়েছে গাছটি। এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে দমকা হাওয়া বইতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে তা বইতে পারে। তবে তার আগেই সাময়িক দমকা হাওয়ায় দেবদারু গাছের একটা অংশ ভেঙে এই কাণ্ড। স্থানীয়দের বক্তব্য, গাড়িতে কেউ থাকলে বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত।
Tags
Saltlake