নিউজ ডেস্ক - সিঁড়ি থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়েছিল ছাত্র। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর নাবালককে বাড়ি ফিরিয়ে আনলে পরিবারের লোকজন বুঝতে পারেন তাঁদের ছেলে এখনও জীবিত। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রবিবার সকালবেলা কাটোয়ার পানুহাটের নবম শ্রেণির পড়ুয়া দীপ সাহা অসুস্থ হয়ে পড়ে। সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায় সে। দ্রুত তাঁকে তাঁর পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবার দাবি করে যে, দীপকে বাড়িতে ফিরিয়ে আনতেই আচমকা সে নড়েচড়ে ওঠে। জোরে-জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। আবার তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাটোয়া হাসপাতালে। এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন পরিবারের লোকজন। কাটোয়া হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
এই বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্ত বরণ দত্ত বলেন যে,মৃত্যুর পরে পেশি সংকুচিত হয়। সেই কারণে অনেক সময় মৃত শরীর নড়ে ওঠে। যা থেকেই এই ঘটনা। রোগীকে আবারও পরীক্ষা করে দেখা গিয়েছে সে মৃত। এই বিষয়ে অভিযোগ পেয়ে হাসপাতালের তরফে তদন্ত কমিটি গঠন করা হবে।”
Tags
WEST BENGAL