লোকসভার চতুর্থ দফা ভোটের আগেই অন্ধ্র প্রদেশ থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। কমপক্ষে নগদ ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। জানা গিয়েছে, পূর্ব গোদাবরী জেলার একটি সড়ক দুর্ঘটনার জেরেই কোটি কোটি টাকার হদিস পায় পুলিশ।
দুর্ঘটনা.......
হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি ‘ছোটা হাতি’ টেম্পো গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টেম্পোটি। আর তারপরই টেম্পো থেকে হাওয়ায় উড়তে থাকে টাকা। পুলিশ এসে দেখে, টেম্পোর ভিতরে কয়েকটি বাক্স রাখা। তার ভিতরেই থরে থরে সাজানো কোটি কোটি টাকার বান্ডিল।
।পথচলতি লোকজন গাড়ির চালককে উদ্ধার করতে এসেই বিষয়টি জানতে পারেন। তারপর খবর দেওয়া হয় পুলিশে। সূত্রের খবর, ওই গাড়ি থেকে মোট ৭ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। গাড়িটি বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছিল। সেই সময়ই দুর্ঘটনার মুূখে পড়ে। দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য গোপালপুরম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ফ্লাইং স্কোয়াড এসে টাকা বাজেয়াপ্ত করে এবং টাকা গণনা করে। তবে এই টাকা কার এবং কার কাছে পাঠানো হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গ অনুযায়ী, লোকসভা নির্বাচনের সময় এত বড় অঙ্কের নগদ বাজেয়াপ্ত হওয়ার ঘটনা অন্ধ্র প্রদেশে এটাই প্রথম নয়। গত ১০ মে-ও পুলিশ পাইপ বোঝাই একটি ট্রাক থেকে প্রায় ৮ কোটি টাকা উদ্ধার করে। অন্ধ্র প্রদেশের ২৫টি লোকসভা আসনে আগামিকাল, ১৩ মে ভোটগ্রহণ।