নিউজ ডেস্ক : দশে দশ মেধা তালিকার মধ্যে পিছিয়ে কিন্তু কলকাতা। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ফেব্রুয়ারি। শেষ হয় ১২ই ফেব্রুয়ারি। মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯,২৩,০১৩ জন পড়ুয়া। কিন্তু এ বছরে মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ফ্যাকাশে কলকাতার রং। গত বছর অর্থাৎ ২০২৩ সালে মাধ্যমিকের মেধা তালিকায় নামই ছিল না কলকাতার।প্রথম দশের মেধা তালিকায় থাকার ১৬ জেলার ১১৮ জনের মধ্যে কলকাতার কোন পড়ুয়ায় ছিল না। অন্যদিকে কোচবিহার থেকে শুরু করে হুগলি পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম জেলায় প্রথম দশের জয়জয়কার।