৩২ বছর পর আবারো বেজে উঠলো 'মৃত্যুঘন্টা '!নেপথ্যে কিন্তু সেই পরেশ পাল

নিউজ ডেস্ক : বেজে উঠলো মৃত্যু ঘন্টা! ৩২ বছর পর কলকাতার রাজপথে দাঁড়িয়ে আবারো বেঁচে বাজালেন মৃত্যুর ঘন্টা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯২ সালের তখনো তৃণমূল কংগ্রেস দলটি গঠন হয়নি আর এই মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের নেত্রী। ঠিক তখনই ব্রিগেটের সভায় 'মৃত্যু ঘন্টা 'বাজিয়েছিলেন তিনি। অর্থাৎ বাম শাসনের প্রতীকী 'মৃত্যু ঘন্টা 'ঠিক ৩২ বছর পর আবারো বেজে উঠল সেই 'মৃত্যু ঘন্টা ' এবারও কিন্তু সেই পরেশ পালের নেপথ্যে। 



সোমবার বৃষ্টি ভেজা রাস্তা ধরেই রোড শো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচারে উপস্থিত ছিলেন তিনি। সবাই বক্তব্য রাখার পর বেলেঘাটা গান্ধী মূর্তি থেকে হাটা শুরু করেন তিনি। শুরুতেই বাজিয়ে দিলেন মৃত্যু ঘন্টা, এবার তার এই প্রতীকি মৃত্যুর ঘণ্টা বিজেপির জন্য। সূত্রের খবর, "দিন কয়েক আগে সুদীপের প্রচারে গিয়েই স্বর্ণকমল সাহা ও পরেশ পালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় মমতার। তখনই ৩২ বছর আগের ‘মৃত্যুঘণ্টা’র প্রসঙ্গ উঠে আসে। এরপরই দলের তরফে পরেশকে ‘মৃত্যুঘণ্টা’ তৈরির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়।"

বিজেপি বিধায়ক তথা দলীয় মুখপাত্র শঙ্কর ঘোষ বলেন, ” উনি রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছেন। মানুষ তৃণমূলের অপশাসনের অবসান ঘটাতে চাইছেন। মুখ্যমন্ত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝেছেন বলেই নিজের হাতে মৃত্যুঘণ্টা বাজিয়ে দিলেন।”

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন