নিউজ ডেস্ক: চলছে লোকসভা নির্বাচন। মোট সাতটি দফায় নির্বাচন ঘোষণা করেছেন নির্বাচন কমিশন যার মধ্যে ইতিমধ্যেই দুই দফায় নির্বাচন হয়ে গিয়েছে। রাজ্য থেকে জেলা সব জায়গাতেই প্রার্থী ও রাজনৈতিক নেতা ব্যস্ত ভোটের প্রচারে। প্রচন্ড গরম আর তাপপ্রবাহকে উপেক্ষা করেই চলছে জনসংযোগ। তবে এই গরমের কারণেই প্রচারে বেরিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।
এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু করে এখনও পর্যন্ত অব্যাহত তীব্র তাপপ্রবাহ। কলকাতায় তাপমাত্রার পারদ ৪০ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ৪৩ ° তে। অন্যান্য জেলার কোথাও কোথাও সেই পারদ পৌঁছে গিয়েছে ৪৫ ডিগ্রিতেও। তবে এরই মধ্যে নির্বাচনী প্রচার সারছেন রাজনৈতিক নেতারা।
অন্যান্য দিনের মতোই শ্রমিক দিবসের দিনে ভোট প্রচারে বেরিয়েছিলেন সোহম। প্রচারের মাঝে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসারত সোহম । প্রাথমিক সূত্রে খবর তাঁকে ভর্তি নেওয়া হয়েছে। লু লেগেই অভিনেতার এই পরিস্থিতি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম । নির্বাচনী মরশুমে তিনিও ব্যস্ত। বিভিন্ন জায়গায় গিয়ে তৃণমূলের হয়ে প্রচারে সামিল হতে দেখা যাচ্ছে তাকে । মানুষের সঙ্গে কথা বলছেন। ঠা-ঠা রোদ মাথায় নিয়ে হচ্ছে জনসভা। দলে দলে মানুষ এসে সেখানে যোগ দিচ্ছেন। রোদ মাথায় নিয়েই সকলের ভাষণ শুনতে আসছেন।
যদিও আবহাওয়া দফতর বলছে এই গরম পরিস্থিতি চলবে আরও কিছুদিন। তাই সতর্কতা মেনে চলতে হবে সকলকেই।
সোহমের অসুস্থতার খবর পেয়ে বিভিন্ন নেতামন্ত্রীরা ছুটে গিয়েছেন হাসপাতালে। অরূপ বিশ্বাস, দেব গিয়ে দেখে এসেছেন অভিনেতা তথা বিধায়ককে। তবে সূত্রের খবর তিনি এখন স্থিতিশীল , চিন্তার কারণ নেই।