নিউজ ডেস্ক - ভোটের সময়ে শাসক-বিরোধী, একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতে পিছপা হচ্ছেন না। স্লোগান তুলছে সব পক্ষ। তবে এবার আর কোনও আক্রমণ বরদাস্ত করবেন না, সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি মানহানির মামলা করবেন বলে উল্লেখ করলেন মমতা। তৃণমূলকে চোর বলে বিরোধীরা যে বারবার আক্রমণ করে থাকেন, তা নিয়েই এবার সরব হলেন মুখ্যমন্ত্রী। শ্রীরামপুরের সভা থেকে সোমবার মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মমতা বলেন, “রোজ বলছে তৃণমূল চোর। কোথায় চুরি করেছে? প্রমাণটা কোথায়? হাওয়া তুলে দিয়েছে। আমি তো যাচ্ছি মানহানির মামলা করতে। রোজ সংবাদমাধ্যমে উল্টোপাল্টা বলা! আমি নিজে মামলা করতে যাচ্ছি।” তিনি আরও বলেন, “আমি এবার আর ছাড়ার পাত্রী নই। আমি ধরব, ভাল করে আঁটোসাঁটো করে ধরব। আপনার নামে কোনও প্রমাণ নেই, তথ্য নেই। চোর বানিয়ে দেব! জীবনে একটা চা কারও কাছ থেকে খাইনি।”
মমতার দাবি, রাজ্যবাসীর জন্য যতটা সম্ভব, ততটা করেন তিনি। মমতা বলেন, "এটা আমাদের কর্তব্য। তবে এর জন্য আপনাদেরই কৃতিত্ব দিতে হবে। আপনারা আমাদের সুযোগ দিয়েছেন কাজ করার। কথা না রাখতে পারার থেকে মৃত্যু ভাল। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার সভায় গিয়ে একথা বলেছেন মমতা। পাশাপাশি, কল্যাণের জন্য ভোটের আর্জি জানিয়ে মমতা বলেন, ‘কল্যাণকে জেতাবেন, গলার জোর দেখেছেন তো?"
Tags
politics